কোপা আমেরিকার ফাইনালে ১-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। আর এ জয়ে খুশি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যুক্তরাষ্ট্রের খোলা আকাশের নিচে ধূসর কালারের টি-শার্ট পরে জয় উদযাপন করতে দেখা গেছে তাকে। সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রিল আকারে শেয়ার করেছেন তিনি। সোমবার (১৫ জুলাই) সকালে রিলটি ফেসবুকে শেয়ার করে মেহজাবীন লিখেছেন, “আর্জেন্টিনা টিমের জয় উদযাপন।”
ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন। মিনহাজ নামের একজন লিখেছেন, “জীবনে বহুকিছু আমাকে হতাশ করেছে। কিন্তু এই টিমটা কখনও আমাকে হতাশ করেনি। অভিনন্দন অভিনন্দন অভিনন্দন।”