পরীক্ষা খারাপ, এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

Date:

কুষ্টিয়া শহরের একটি ছাত্রীনিবাস থেকে তাসনিভু আক্তার জেমি (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই) ভোরে কালিশংকরপুরের ছাত্রীনিবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জেমিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

জানা গেছে, জেমি মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দধাম গ্রামের জাহিদুর রহমানের মেয়ে। তিনি কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার সোনার বাংলা মসজিদের সামনে নাসিমা খাতুনের বাড়ির চারতলায় ছাত্রীমেসে প্রায় দেড় বছর ধরে থাকতেন এবং কুষ্টিয়া সরকারি বালিকা কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। জেমি একাই এক রুমে থাকতেন।

ছাত্রীনিবাসের মালিক ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জুলাই) রাত ৩টার দিকে জেমির রুম থেকে চিৎকার শুনতে পায় মেসের ছাত্রীরা। তার রুমের দরজা বন্ধ ছিল। এরপর তার আর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। বিষয়টি বাড়ির মালিক ও তার বাবাকে জানানো হয়। দরজা বন্ধ থাকায় মেসের ছাত্রীরা ও বাড়ির মালিক তার দরজায় নক করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। রোববার ভোরের দিকে ঘরের দরজা ভেঙে দেখা যায় জেমি ফ্যান ঝুলানোর রডের সঙ্গে ঝুলছে। তারা ঝুলন্ত জেমির দেহ নামান এবং হাসপাতালে নিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক তার কয়েকজন বান্ধবী বলেন, ‘জেমি খুব ভালো মানুষ ছিল। প্রচুর পড়াশোনা করতো এবং ভালো ছাত্রী ছিল। তার অনেক স্বপ্ন ছিল। কিন্তু পদার্থ বিজ্ঞান পরীক্ষা খারাপ হওয়ায় কয়েকদিন ধরে খুব মন খারাপ করতো। সে অনেক ভেঙে পড়েছিল। পরীক্ষা খারাপ হওয়ায় সে আত্মহত্যা করেছে।’

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। তবে, কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল শুরু

রাজধানী ঢাকায় পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া...

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার মোড়ে ট্রাক ও...

টেকনাফ সীমান্তে আবারও গুলি-মর্টারশেলের শব্দ

মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে...

ট্রাম্পকে গুলি করা যুবকের ছবি প্রকাশ এফবিআইয়ের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করা যুবকের ছবি...