সুপার সাব মার্টিনেজের গোলে শিরোপা আর্জেন্টিনার

Date:

সোমবার (১৫ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ২৩ বছর পর ফাইনালে ওঠা কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন সুপার সাব লাউতারো মার্টিনেজ।

নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় ৪৮তম কোপা আমেরিকার ফাইনাল। বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও কলম্বিয়ান দর্শক-সমর্থকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট পর মাঠে গড়ায় খেলা।

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে চাপে রাখে কলম্বিয়া। বলের দখল, লক্ষ্যে শট, কর্নার- সবদিকেই আধিপত্য বজায় রেখেছিল রদ্রিগেজরা। তবে ম্যাচের প্রথম মিনিটেই দুর্দান্ত এক সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। মন্টিয়েলের ক্রস থেকে পা ছোঁয়ালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি আলভারেজ।

ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথমবার আক্রমণে উঠে কলম্বিয়া। তবে লুইস ডিয়াজের মাটি কামড়ানো শট ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেজ। এরপর ম্যাচের ১৩তম মিনিটে ফের আক্রমণে যায় কলম্বিয়া, কিন্তু রদ্রিগেজের বাড়ানো বলে কুয়েস্টার হেড সহজেই মুঠোবন্দি করেন আর্জেন্টাইন কিপার।

ম্যাচের ৩৩তম মিনিটে দারুণ এক শট নিয়েছিলেন লারমা, তবে আর্জেন্টাইন কিপার এমিলিয়ানো মার্টিনেজের হাত ছুঁয়ে মাঠের বাইরে চলে যায় বল। বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি না হওয়ায় গোলশূন্য বিরতিতে মাঠ ছাড়ে দুই দল।

বিরতি থেকে ফিরেই আক্রমণ-পাল্টা আক্রমণ চালায় দুই দল। ম্যাচের ৪৮তম মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিলেন ম্যাক অ্যালিস্টার, কিন্তু তাকে হতাশ করেন কলম্বিয়ার রক্ষণভাগ। ম্যাচের ৫৮তম মিনিটে ডি মারিয়াও সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার দুর্দান্ত শট ঠেকিয়ে দেন কামিলো ভার্গাস।

৮ মিনিট পরই চোটে পড়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি, যা হতাশায় ডুবিয়ে দেয় পুরো হার্ড রক স্টেডিয়াম। সাইডবেঞ্চে বসেই কাঁদতে দেখা যায় বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে।

ম্যাচের ৭৫তম মিনিটে আর্জেন্টিনার হয়ে গঞ্জালেস জালে বল জড়িয়েছিলেন, কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। ম্যাচের ৮৮তম মিনিটে ডি মারিয়ার ক্রসে গঞ্জালেসের সামনে বাড়ানো বলের ঠিকঠাক টাইমিংয়ে সুযোগ নিতে ব্যর্থ হন আলভারেজ। এতে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকে ম্যাচ এবং অতিরিক্ত সময়ে গড়ায় খেলা।

অতিরিক্ত সময়ে মাঠে নামার পর সুপার সাব লাউতারো মার্টিনেজের গোলে আর্জেন্টিনা শিরোপা নিশ্চিত করে। এতে ২৩ বছরের শিরোপা খরা কাটিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল শুরু

রাজধানী ঢাকায় পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া...

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার মোড়ে ট্রাক ও...

টেকনাফ সীমান্তে আবারও গুলি-মর্টারশেলের শব্দ

মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে...

ট্রাম্পকে গুলি করা যুবকের ছবি প্রকাশ এফবিআইয়ের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করা যুবকের ছবি...