নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ২ কেজি ওজনের একটি বিশাল ইলিশ মাছ ধরা পড়েছে। শনিবার (১৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার চর ইশ্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাতান খাল বউ বাজার মাছঘাটে মাছটি নিলামে বিক্রি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোলার দৌলত খাঁ এলাকার জেলে বিল্লাল মাঝি মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে এই ইলিশটি পান। পরে তিনি চর ইশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের মৎস্য আড়তে নিয়ে আসেন। আবদুল হালিম আজাদ নিলামের ডাক দিলে সৌরভ ব্যাপারী ৫ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন।
বিল্লাল মাঝি বলেন, “নদীতে ইলিশের সংখ্যা কমে গেছে, তবে যেগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে অনেক বড় আকারের ইলিশ থাকে।”
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, “সরকার ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যেমন প্রজনন মৌসুম নিরাপদ রাখা, মাছের অভয়াশ্রম তৈরি এবং সাগরে নির্দিষ্ট সময়ে মাছ ধরা নিষিদ্ধ করা। ফলে এখন মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে এবং মাছের বংশবৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।”
এই বিশাল ইলিশটি নিয়ে স্থানীয় বাজারে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ এই বিরল দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন। মাছের এই বিশাল আকৃতি এবং উচ্চমূল্যে বিক্রি হওয়ায় অনেকেই হতবাক হয়েছেন।