শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি এবং তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এখনও দর্শকদের মনে রয়েছে ছোট্ট দীঘির মিষ্টি সংলাপ ও অভিনয়। এদিকে বছরের মাঝামাঝিতে এসে দীঘি এমন এক খবর জানালেন যা সবাইকে অবাক করে দিয়েছে। সোমবার (১ জুলাই) রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেন তিনি।
পোস্টে দেখা যায়, দীঘির অনামিকায় একটি আংটি, মেহেদী রাঙানো হাত এবং হাতের নিচে বিয়ের কার্ড। ক্যাপশনে তিনি লেখেন, “অপেক্ষা করতে পারছি না আর…! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।” এই পোস্টের পর থেকেই অনেকের মনে প্রশ্ন জাগে, তবে কি দীঘি বিয়ে করেছেন? আবার কেউ বলছেন, এটা কি কোনো নাটক বা সিনেমার প্রচারণা?
অবশেষে সব নাটকীয়তার পর নিজের অবস্থান পরিষ্কার করেন দীঘি। বৃহস্পতিবার (৪ জুলাই) নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, “বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর, আর যারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সসাইটেড ছিলেন তাদের জন্য অল্প একটু সমবেদনা।” জানা গেছে, দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মের নতুন কনটেন্টের প্রমোশনের জন্যই এমনটি করেছেন দীঘি।
প্রসঙ্গত, প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতের মেয়ে দীঘি শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পরিচিতি পান। ২০০৮ সালে মুক্তি পাওয়া পিএ কাজল পরিচালিত ‘১ টাকার বউ’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন দীঘি।